প্রাপ্তির স্বাদ

প্রকাশিত: ১৮ অগাস্ট, ২০২০ ০৫:১০:৩০

প্রাপ্তির স্বাদ

          প্রাপ্তির স্বাদ

কবি: মোস্তফা আল-মুজাহিদ

 

☁ মেঘরাশি দলবেঁধে,

উড়ে যায় দিগন্তে।

নিরবতায় ঝরে পড়ে,

অশ্রুসিক্ত বর্ষণে!

 

তুমি না হয় কিছুটা সময়,

স্বপ্ন হয়ে উড়ো।

আকাশের বিশালতায়,

হাসি-উল্লাসে ভেসো!

আর একটি বার,

সেই আবেগমাখা উৎসবে।

দলছুট মেঘরাশির,

অশ্রুসিক্ত বর্ষণে!

 

কথা দিও হাসবে তুমি,

হাসিমাখা উৎসবে।

কথা দিও কাঁদবে তুমি,

বেদনাবিধুর গ্লানিতে!

বাকিটা সময় জুড়ে,

থাকবে তুমি অঙ্গনে।

মুক্ত বিহঙ্গের মতো,

ছুটবে তুমি উচ্ছ্বাসে!

 

স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এসো,

দিগন্ত-বিস্তৃত কোলাহল জুড়ে।

অনুভূতির চক্ষু দিয়ে দেখো,

মনের আকুলতা প্রতিচ্ছবি হয়ে!!

 

দৃষ্টির সীমানায় তোমারই রাজত্ব,

ভালোবাসা বিলাইও!

নির্জীবতায় নেই যে সূখ,

বিশালতায় প্রাপ্তির স্বাদ খুঁজো।

 

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ