সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১৬ অগাস্ট, ২০২০ ১২:৫৭:৪১

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

হাফিজুল ইসলাম লস্কর : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কমসূচি শুরু হয়।

গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, পৌর মেয়র, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব,  পল্লী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, এএসপি সার্কেল(গোলাপগঞ্জ) রাশেদুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমকর্তা মনিস্বর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ,  গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা যুবলীগের আহ্বাহক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন উর রশীদ, সমাজসেবা অফিসার নুরুল হক, পল্লী উন্নয়ন কমকর্তা মুহাইমিন চৌধুরী, পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার খাদিজা বেগম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরীসহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক জালাল আহমদ প্রমুখ।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টের শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রজন্মনিউজ২৪/জহুরুল

 

 

 

 

.

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ