শাহরুখের অফিস এখন আইসিইউ


শাহরুখ খান একই সঙ্গে অভিনেতা, প্রযোজক ও উদ্যোক্তা। নিজের অর্থ ও খ্যাতি নিয়ে আগেও বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনা মহামারির শুরুর দিকে নিজের একটি অফিসকে আইসোলেশন সেন্টারে পরিণত করেছিলেন।

 

বিএমসি ও হাসপাতালের সহযোগিতায় এ পর্যন্ত সেখানে ভর্তি হয়েছেন করোনায় আক্রান্ত ৬৬ জন। এর ভেতর ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে সেখানে আর কাউকে আইসোলেশনে রাখা হবে না। শাহরুখের এ অফিস এখন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) হিসেবে ব্যবহৃত হবে।

ইতিমধ্যে আইসিইউয়ের সেবা দেওয়ার জন্য ১৫টি বিশেষ বিছানাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। মুম্বাইয়ের খারের হিন্দুজা হাসপাতালের প্রধান চিকিৎসক অবিনাশ এর তত্ত্বাবধান করছেন।

 

 ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বিএমসি ও শাহরুখ খানের মির ফাউন্ডেশনের সহায়তায় সবকিছু করছি।  ভেন্টিলেটর, অক্সিজেন লাইন, হাই ফ্লো নাজাল অক্সিজেন মেশিন, লিকুইড অক্সিজেন স্টোরেজ ট্যাংক—সবকিছুর ব্যবস্থা রাখা হয়েছে। সংকটাপন্ন রোগীদের জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় অপারেশন থিয়েটারও বানানো হবে।

প্রজন্মনিউজ২৪/জহুরুল হক