১৬৯ রানে শেষ পাকিস্তান, তবু চ্যালেঞ্জিং লক্ষ্য ইংল্যান্ডের সামনে

প্রকাশিত: ০৮ অগাস্ট, ২০২০ ০৫:১৩:৪৯

১৬৯ রানে শেষ পাকিস্তান, তবু চ্যালেঞ্জিং লক্ষ্য ইংল্যান্ডের সামনে

ওল্ড ট্রাফোর্ড টেস্টে প্রথম ইনিংসটাই এগিয়ে রাখল পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে ইংলিশ বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেনি সফরকারিরা, ১৬৯ রানেই গেছে গুটিয়ে।

তবে প্রথম ইনিংসে একশ ওপর লিডের সুবাদে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিতে পেরেছে পাকিস্তান। জিততে হলে ২৭৭ রান করতে হবে জো রুটের দলকে।

প্রথম ইনিংসে ৩২৬ রান করা পাকিস্তান দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে। এক থেকে সাত পর্যন্ত একজন ব্যাটসম্যানও ত্রিশের ঘর ছুঁতে পারেননি। আসাদ শফিক ২৯ আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৭ রান।

৮ উইকেটে ১৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। ইয়াসির শাহ ১২ আর মোহাম্মদ আব্বাস অপরাজিত ছিলেন শূন্য রানে। ওই ইয়াসিরের ঝড়ো ব্যাটেই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে সফরকারিরা। লোয়ার অর্ডার এই ব্যাটসম্যান ২৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৩ রান।

ইংল্যান্ডের পক্ষে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। সমান ১১ রানে ২টি করে উইকেট শিকার বেন স্টোকস আর ক্রিস ওকসের।

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ