করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২০ ০৫:৩৯:১৯ || পরিবর্তিত: ০৭ অগাস্ট, ২০২০ ০৫:৩৯:১৯

করোনায় দেবহাটা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল গণি মারা গেছেন।

শুক্রবার রাতে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার ছেলে আবদুর রাজ্জাক রনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় তার বাবা বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে গেলে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে আবদুল গণি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন।

জানাজা শেষে তাকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

প্রজন্মনিউজ২৪/জহুরুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ