ভারতে ২১ দিনে করোনায় আক্রান্ত ১০ লাখ

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২০ ০১:২০:১২

ভারতে ২১ দিনে করোনায় আক্রান্ত ১০ লাখ

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে ৬২ হাজারের বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৫৩৮ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ৮৮৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আজ (৭ আগস্ট) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির সরকারি সূত্রে প্রকাশ, করোনায় এ পর্যন্ত ভারতে ২০ লাখ ২৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন। যদিও সুস্থ হওয়ার হার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭ হাজার ৩৮৪ জন। এ পর্যন্ত মোট ৪১ হাজার ৫৮৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার হার বেড়ে ৬৭.৬১ শতাংশে পৌঁছেছে।

এছাড়া দৈনিক যত মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে, তারমধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার ধরা হচ্ছে। তিনদিন ধরে এই হার দশ শতাংশের নীচে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১০.৮৮ শতাংশ। একই সময়ে দেশে করোনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৭৮৩ জনের। যা গত তিন দিনের তুলনায় বেশ খানিকটা কম।

এদিকে, অন্য এক পরিসংখ্যানে জানা গেছে- ভারতে গত ৬ মাস ধরে করোনা সংক্রমণের ঘটনা ঘটলেও গত ২১ দিনে আক্রান্তের সংখ্যা ১০ লাখের বেশি হয়েছে। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ৩৮ শতাংশই হল অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারের ঘটনা। গত ১৬ জুলাই পর্যন্ত ভারতে যখন ১০ লাখ মানুষ করোনা আক্রান্ত ছিলেন তখন এসব রাজ্যে আক্রান্তের হার ছিল ১৯ শতাংশ।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ