সিলেটে জানমালের নিরাপত্তার দাবিতে  মানববন্ধন

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২০ ০১:৩৬:২৭

 সিলেটে জানমালের নিরাপত্তার দাবিতে  মানববন্ধন

প্রজন্মনিউজ২৪, সিলেট:  সিলেট নগরীতে প্রকাশ্যে চাদাঁবাজি, ছিনতাই, রাহাজানি, চুরি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দাবিতে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ  ও আম্বরখানা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আম্বরখানা পয়েন্টে এক মানববন্ধন এসব কথা বলেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষধের নেতাকর্মীরা।

বক্তরা বলেন, ঈদুল আযহা উপলক্ষে পুণ্যভূমি সিলেটে চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসীদের দৌরাত্বে অতিষ্ঠ নগরবাসী। নগরবাসীর জানমালের নিরাপত্তা ও হেফাজতের জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও অবিলম্বে সন্ত্রাসী, ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আমরা জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক এহিয়া আহমদ, সাংবাদিক নাজমুল কবির পাভেল, সাংবাদিক মঈনউদ্দিন মঞ্জু, সাংবাদিক নুরুল ইসলাম, ভোরের কাগজ এর ফটো সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, সাংবাদিক আবু জাবের প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/ওসমান/হাফিজুল ইসলাম লস্কর

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ