করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ০৬:৫৫:২৭

করোনা আক্রান্ত বার্সা কিংবদন্তি জাভি

বার্সেলোনা কিংবদন্তি, স্পেনকে দুটি ইউরো এবং একটি বিশ্বকাপ উপহার দেয়া ফুটবলার জাভি হার্নান্দেজ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তিনি নিজেই আজ মিডিয়াকে জানিয়েছেন এই তথ্য। তবে কোনো উপসর্গ নেই তার শরীরে।

জাভি বর্তমানে রয়েছেন কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে। বার্সা ছাড়ার পর আল সাদের ফুটবলার ছিলেন তিনি। এরপর এই ক্লাবেই কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার বার্সা কোচ হিসেবে যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও জাভি জানিয়েছেন, তার ইচ্ছা আছে বার্সা কোচ হওয়ার, তবে এখনই নয়।

গত ৫ জুলাই আল সাদের সঙ্গে চুক্তি নবায়ন করেন জাভি। করোনা টেস্টের রেজাল্ট জানাতে গিয়ে জাভি বলেন, ‘আমি এখন সেলফ আইসোলেশনে রয়েছি।’

করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বাতিল হয়ে গেছে কাতার স্টার লিগ (কিউএসএল)। তবে তার দল আল সাদ বসে নেই। তারা প্রস্তুতি নিচ্ছে, করোনা পরবর্তী সময়ে ফুটবল ফেরার কারণে প্রথম মাঠে নামার। এরই মধ্যে করোনা পজিটিভ রিপোর্ট আসলো জাভির।

এক বিবৃতিতে জাভি বলেন, ‘আমি আজ আমার দলের সঙ্গে যোগ দিতে পারছি না। যেদিন করোনা পরবর্তী সময়ে আমার দল প্রথম মাঠে নামছে আজ। অথচ, আমিই থাকতে পারছি না। আমার পরিবর্তে হেড অব দ্য টেকনিক্যাল স্টাফ ডেভিড পার্টস প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।’

‘কিউএসএল-এর প্রটোকল অনুসারে কয়েকদিন আগে আমি করোনা টেস্ট করতে দিয়েছিলাম। দেখা গেলো সেই টেস্টেই রিপোর্ট এসেছে পজিটিভ। তবে সৌভাগ্যক্রমে আমি ভালো বোধ করছি। যদিও পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আইসোলেশনেই থাকবো আমি।’

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন