দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা: নকল হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ও মেয়াদর্ত্তীন কেমিক্যাল জব্দ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ০৬:০০:৫০

দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা: নকল হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ও মেয়াদর্ত্তীন কেমিক্যাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :  চাঁপাইনবাবগঞ্জে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান নকল হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ও মেয়াদর্ত্তীন কেমিক্যাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে জেলা সদরের নয়ানশুকা পাইকড়তলা মোড় এলাকার ‘মের্সাস মিম কনজ্যুমার ফুড প্রোডাক্টস’ ও চানাচুর ফ্যাক্টরী ‘বেবী ফুডে’ এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জানান,‘ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওষুধ প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান নকল হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ও মেয়াদর্ত্তীন কেমিক্যাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে ভোক্তা অধিকার আইনে ওই দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এ ঘটনায় ‘মের্সাস মিম কনজ্যুমার ফুড প্রোডাক্টসকে’ ৪০ হাজার টাকা এবং চানাচুর ফ্যাক্টরী ‘বেবী ফুডকে’ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

 

প্রজন্মনিউজ২৪/ফরিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ