ঘোড়াঘাটে ফ্রী ভেটেনারী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত


আবু সাঈদ রনিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে পশুর চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) সকাল ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকের গড় গ্রামে এই ফ্রী ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পিংয়ে পশুর কৃমিনাশক, রুচি বর্ধক, এন্টিবায়োটিকসহ বিভিন্ন রকম  ভিটামিন ফ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ল্যাম্পি স্ক্যান ডিজিজ সম্পর্কে জনসচেতনতামূলক দিক নির্দেশনা দেন ঘোড়াঘাট উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃ রুমানা আক্তার রোমি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাকিবা খাতুন, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, এফ এ নুরানি খাতুন, ভ্যাক্সিনেটোর সৈয়দ রনি প্রমুখ।