নদীগর্ভে হারিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ০৪:৪৩:০৩ || পরিবর্তিত: ২১ জুলাই, ২০২০ ০৪:৪৩:০৩

নদীগর্ভে হারিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমি

জেলা প্রতিনিধিঃ  রাজশাহী জেলার দামকুড়া থানার অন্তর্ভুক্ত পদ্মার পাড়ের  ফসলী জমি নদী ভাঙ্গনের ফলে কাঁচা ফসল সহ জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

ফসল অপরিপক্ক থাকায় ক‌ৃষক‌‍ মাঠ থেকে কাক্ষিত শস্যদানা ঘরে তুলতে ব্যর্থ। ফলে কৃষক নানা দুঃখ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

নদীর বাড়ন্ত পানির প্রচন্ড স্রোত ও ঢেউকে বালুমাটি মোকাবেলা করতে না পারার কারণে সহজেই নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে।পদ্মার যে উর্বর জমিতে নানা রকম ফুলে ও ফলে ভরে উঠত। সবুজ শ্যামলের সমাহার  পর্যটকদের মন কেড়ে নিত , সেগুলো প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে।

কোভিড-১৯ এর ভয়ানক থাবায় যখন সারা পৃথিবীর মানুষ জর্জরিত, তখন নদী ভাঙ্গন যেন এই এলাকার মানুষের কাছে "মারার উপর খাঁড়ার ঘা"। যারা হাতে খাটে পেটে খায়  এবং নদীর জমিই একমাত্র যাদের একমাত্র অবলম্বন তাদের অবস্থা আরো শোচনীয়।

নদী ভাঙ্গন যেন এই এলাকার মানুষের কাছে নতুন চ্যালেঞ্জ।আর তারা এই চ্যালেঞ্জ মোকাবেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ