দিনাজপুরে শিক্ষামন্ত্রী বরাবর আইডিইবি'র স্মারকলিপি হস্তান্তর

প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ০৬:১৩:৫৫

দিনাজপুরে শিক্ষামন্ত্রী বরাবর আইডিইবি'র স্মারকলিপি হস্তান্তর

আবু সাঈদ, দিনাজপুর প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের ভর্তি নীতিমালা-২০২০ প্রত্যাহার করে পূর্বের (২০১৯ নীতিমালা) ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির বিতর্কিত নীতিমালাকে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার নিরসনে বিতর্কিত নীতিমালা প্রত্যাহার করে ২০১৯ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম গ্রহণের নির্দেশনা দানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও ইন্সটিটিউটসমূহের বিদ্যমান ল্যাব, ওয়ার্কসপ, অবকাঠামো ও জনবল দিয়ে সববয়সীর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা উন্মুক্ত ও ভর্তির নুন্যতম যোগ্যতা জিপিএ ৩.৫০ থেকে কমিয়ে ২.২৫ নির্ধারণ করা হলে ডিপ্লোমা শিক্ষার প্রতি অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অনাগ্রহী হবে।ফলশ্রুতিতে এ শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

এমতাবস্থায় আইডিইবি নেতৃবৃন্দ বলেন, বয়সীদের মেধা মূল্যায়নের জন্য সরকারি-বেসরকারী পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জনশক্তি ব্যুরোর আওতাধীন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৬/১২ মাস মেয়াদি দক্ষতা অর্জনের প্রশিক্ষণ প্রদান, কারিগরি শিক্ষা বোর্ডের এনটিভিকিউএফ প্রকল্পের আওতায় যে কোনো বয়সের ও বিদেশ ফেরত ব্যক্তির লেভেল-১ থেকে লেভেল-৬ পর্যন্ত দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। সুতরাং ভর্তি নীতিমালা নিয়ে পলিটেকনিক অঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি দিনাজপুর শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  মাসুদ রানা প্রমুখ।

প্রজন্মনিউজ২৪/ফরিদ  

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ