নির্বাচনী সমাবেশের অনুমতি পাননি ট্রাম্প


নভেল করোনা ভাইরাসের অতিমারিতে বিধ্বস্ত গোটা দেশ। এরইমধ্যে ব্যাপক জনসমাগম ঘটিয়ে নির্বাচনী সমাবেশ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগান অঙ্গরাজ্যে সেই সমাবেশের প্রস্তুতি চলছি। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে সমাবেশ করার জন্য ট্রাম্পকে অনুমতি দেয়া হয়নি।

স্থানীয় সময় রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি মিশিগান সরকারকে বলেছিলাম, সেখানে বড় সমাবেশ করতে চাই। কিন্তু আপনারা কি জানেন যে সেখানে আমাকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি? আপনারা কি জানেন, মিনেসোটায় আমাকে র‌্যালি করতে দেয়া হয়নি? আমরা নেভাদায়ও র‌্যালি করার অনুমতি পাইনি। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত এসব রাজ্যে আমরা সমাবেশ করতে পারছি না।’

ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘ডেমোক্র্যাটরা উদ্দেশ্যমূলকভাবে স্কুল ও রাজ্য বন্ধ করে রেখেছে। কর্মকর্তারা সতর্ককতা বজায় রেখেই সমাবেশের অনুমতি দিতে পারতেন। কিন্তু তারা সেটি দেয়নি।’

এদিকে ট্রাম্পকে সমাবেশের অনুমতি না দেয়ার ব্যাপারে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি বিশ্লেষণ করেই স্কুল খোলার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমাবেশ আয়োজন প্রসঙ্গে এক সমর্থককে ট্রাম্প বলেন, ‘আমি সেখানে পৌঁছুতে চাই। যত দ্রুত সম্ভব মিশিগানে সমাবেশ করতে চাই। আমরা সেটি সফলভাবে করবো। এমনকি প্রয়োজনে কোভিড-১৯ ও গভর্নরের নিষেধাজ্ঞার মধ্যেই। যদিও সত্যিই এটি খুব কঠিন হবে, তবে আমরা শেষ পর্যন্ত সেখানে উপস্থিত হবো।’