ইন্দুরকানীতে সদর বাজারের বেহাল দশা

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২০ ০৪:৩৯:৪৯

ইন্দুরকানীতে সদর বাজারের বেহাল দশা

ইন্দুরকানীতে সদর বাজারের বেহাল দশা । এক যুগেও বাজার সড়ক ওড্রেনেজ ব্যবস্থার কাজ না হয় বাজার টি এখন একটি নর্দমা বা ময়লার স্তপে পরিণত হয়েছে। উপজেলা সদরের প্রধান বাজারের দুরবস্থা দুর করতে বাজার উন্নয়নে এডিবির উন্নয়ন বরাদ্দের শেষসময় বাজার উন্নয়নের জন্য ১৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

কিন্তু টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও স্থানীয় ঠিকাদারদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে উপজেলা প্রশাসন কাজের সময় নাই এই অযুহাতে টেন্ডার টি বাতিল করে দেয়। ফলে উন্নয়নের কার্যক্রমের ফেরত গেল বাজার উন্নয়নের ১৭ লক্ষ টাকা। এ বাজারের ড্রেনেজ ব্যবস্থা নাথাকায় প্রধান সড়ক সহ গলি পথ পানি জমে পানি কাদায় একাকার হয়ে যায়। জনসাধারণ ও ব্যবসায়ীদের এই দুর্ভোগের মধ্যেই চলতে হয়

বাজারের ব্যবসা বানিজ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, আমরা উন্নয়নের কাজ করব কাজ হওয়ার আগেই টাকা ভাগবাটোয়ারের অভিযোগ। যার কারণে কাজ সমাপ্ত করার সময় না থাকায় টেন্ডার বাতিল করা হয়েছে।

প্রজন্মনিউজ২৪/হাসিব উল্লাহ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ