বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গোমস্তাপুরে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।

এসময় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা একে এম সারোয়ার জাহান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলায় ২০ হাজার ৩’শ ২৫ টি চারা  ইউনিয়ন পরিষদ, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চারাগুলো বিতরণ করা হবে।

প্রজন্মনিউজ২৪/ফরিদ