ভারতীয় ট্রাকে অভিযান ১১৯পিচ ইলিশ জব্দ


আবু সাঈদ রনিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলিতে পাচারকালে ১১৯পিচ ইলিশ জব্দ করেছে দায়িত্বরত বিজিবি সদস্যরা।হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার ভারতীয় ট্রাকে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, বুধবার (১৫জুলাই)  আনুমানিক বেলা সোয়া ১০টার দিকে হিলি চেকপোস্টের শূন্য রেখায় পণ্য খালাস করে নিজ দেশে ফেরার সময় ট্রাকে অভিযান চালালে এ মাছগুলো পাওয়া যায়। যার ওজন ১৩০কেজি।
দায়িত্বরত বিজিবির আইসিপি ক্যাম্পের গোয়েন্দা সদস্য হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় হিলি বাজার থেকে ইলিশ নিয়ে যাচ্ছে। সে হিসেবে চেকপোস্ট গেটে দায়িত্বরত বিজিবি সদস্যরা ফিরে যাওয়া ট্রাকগুলোতে তল্লাশি করে একটি বস্তা থেকে ১১৯পিচ ইলিশ উদ্ধার করে। যা স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
প্রজন্মনিউজ২৪/জহুরুল হক