নোবিপ্রবি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২০ ১২:৪৮:০১

নোবিপ্রবি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


 ফাহাদ হোসেন হৃদয় : আজ ১৫ জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০১ সালের এই দিনে মহান জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বৈশ্বিক মহামারীর বর্তমান প্রেক্ষাপটে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এর নেতৃত্বে সীমিত পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
এসময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি   অধ্যাপক ড.নেওয়াজ মুহাম্মদ বাহাদুর,  বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয়  চেয়ারম্যান ও  শিক্ষকবৃন্দ,  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্তমানে নোবিপ্রবির ৬ টি অনুষদের অধীনে ৩০০ শিক্ষক কর্মরত  ও ৭০০০ শিক্ষার্থী  অধ্যায়নরত আছে।
প্রজন্মনিউজ২৪/জহুরুল

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ