ইতালিতে ডিসেম্বর পর্যন্ত বাড়ল জরুরি অবস্থা

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২০ ১০:২৪:৪১

ইতালিতে ডিসেম্বর পর্যন্ত বাড়ল জরুরি অবস্থা

 

ইতালিতে হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে জরুরি অবস্থার সময়সীমা। দেশটিতে ৩১ জুলাই পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা ছিল। কিন্ত দ্রুত সংক্রমণ বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। শনিবার প্রধানমন্ত্রী নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি চিন্তা করে আমরা এ বছরের শেষদিন পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

দেশটির উপমন্ত্রী পিয়ের পাওলো সিলেরি বলেন, দেশের বর্তমান পরিস্থিতে আমাদের জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর উচিত বলেই মনে করছি। এছাড়া ছাত্রছাত্রীদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোও চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এসব বিষয়ে মঙ্গলবার (১৪ জুলাই) পার্লামেন্টে বিস্তারিত আলোচনা করা হবে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ