নীলফামারীতে প্রণোদনার দাবিতে করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ১২ জুলাই, ২০২০ ০১:৪৭:৪৭ || পরিবর্তিত: ১২ জুলাই, ২০২০ ০১:৪৭:৪৭

নীলফামারীতে প্রণোদনার দাবিতে করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

সাব্বির আহমেদ : প্রণোদনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন করোনায় ক্ষতিগ্রস্ত নীলফামারীর জলঢাকা উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় জলঢাকা বঙ্গবন্ধু সড়কের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শতাধিক শিক্ষক অংশ নেন.।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, জলঢাকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো.রঞ্জু ইসলামের আহবানে মানববন্ধনটিতে বক্তব্য রাখেন মো. মনোয়ার হোসেন প্রধান শিক্ষক জলঢাকা টেকনিক্যাল কিন্ডারগার্টেন , মো.আব্দুল মালেক প্রধান শিক্ষক দ্যা মুন কিন্ডারগার্টেন , মোয়াম্মার আল হাসান প্রধান শিক্ষক গোলমুন্ডা আল হেলাল কিন্ডারগার্টেন স্কুল..।

এতে বক্তারা করোনাকালে প্রতিষ্ঠান থেকে ঠিকমতো বেতন-ভাতা না পেয়ে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বরাবর প্রণোদনা দেওয়ার দাবি জানান।

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ