নীলফামারীতে ভূতুরে বিলের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ১১:৫৫:২০

নীলফামারীতে ভূতুরে বিলের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

মোঃ ফরহাদ হোসাইন,  নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বিদ্যুতের ভুতুড়ে বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখা এ প্রতিবাদ পথসভার আয়োজন করে।

বুধবার পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে পথসভাগুলো করা হয়। সকাল ১১টায় সৈয়দপুর প্রেসক্লাব চত্বরে পথসভা করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টায় শহরের পাঁচমাথা মোড়ে পথসভা করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য রুহুল আলম মাস্টার, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন, ওবায়দুর রহমান, যুবনেতা মাহমুদুল হাসান তনুজ, ছাত্র মৈত্রী নেতা তৌফিক আহমেদ লিমন ও জাহিদ হোসেন।

বক্তারা সৈয়দপুরে কর্মরত বিদ্যুৎ বিতরণ বিভাগে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। একই সঙ্গে ভুতুড়ে বিল ও লোডশেডিং দ্রুত বন্ধ করা না হলে সৈয়দপুরে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে পথসভা থেকে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

প্রজন্মনিউজ২৪/জহুরুল হক

 

 

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ