গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যু বেশি


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগেই ১৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের ১২ জনের করোনায় প্রাণহানি ঘটেছে। এ পরিসংখ্যানে চট্টগ্রাম বিভাগে আজ ঢাকা বিভাগের চেয়ে মৃত্যু সংখ্যা বেশি হয়েছে।

আজ ‘করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে’ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার দুইশ ৩৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, মৃতদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দুই জন করে ছয় জন, খুলনা বিভাগে ছয় জন, রংপুর বিভাগে তিনজন।

প্রজন্মনিউজ২৪/ফরিদ