কেন জয়াকে নিলেন না সৃজিত?


মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ অবলম্বনে কলকাতা থেকে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। নির্মাণ করছেন কলকাতার তুমুল জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। আনন্দবাজার পত্রিকায় আজ সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, উপন্যাসের মূল চরিত্র মুশকান জুবেরি হিসেবে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও কলকাতার অণির্বাণ চ্যাটার্জীকে।

ওয়েব সিরিজটিতে মুশকান জুবেরি চরিত্রে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন চেয়েছিলেন দুই বাংলার প্রিয়মুখ জয়া আহসানকে। আনন্দবাজার লিখেছে, একটি বিশেষ কারণে জয়াকে বাদ দিয়েছেন সৃজিত।

কী সেই কারণ সেটা বলা হয়নি। 'রাজকাহিনী', 'এক যে ছিল রাজা' ছবিতে একসঙ্গে কাজের খাতিরে সৃজিত ও জয়ার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কে এখন নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে। এটাও একটা কারণ হতে পারে বলে মত অনেকের। কেউ আবার বলছেন, স্ত্রী মিথিলার পরামর্শেই নতুন ওয়েব সিরিজের শিল্পী বাছাই করছেন সৃজিত। তাই জয়াকে এড়িয়ে গেছেন ‘রাজকাহিনি’ ছবির পরিচালক।

প্রজন্মনিউজ২৪/ফরিদ