টেনিসে করোনার থাবা, ‘জকোভিচ মূল দোষী নন’

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২০ ০৪:০২:৪৫

টেনিসে করোনার থাবা, ‘জকোভিচ মূল দোষী নন’

আদ্রিয়া টেনিস ট্যুরের আয়োজন করে চরম সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। সেই টুর্নামেন্ট থেকে জকোভিচ নিজেসহ অংশ নেয়া খেলোয়াড় এবং বেশ কয়েকজন অফিসিয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাই টেনিস দুনিয়ার প্রায় সবাই এর জন্য দায়ী করছেন জকোভিচকেই। তবে আরেক টেনিস তারকা জো উইলফ্রেড সোঙ্গা মনে করেন, টেনিস টুর্নামেন্টে করোনার থাবায় জকোভিচ মূল দোষী নয়। তার মতে, সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে নিতে হবে এই দায়। কেননা তাদের অনুমতি ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব ছিল না।

নিস ম্যাটিনকে দেয়া সাক্ষাৎকারে সোঙ্গা বলেছেন, ‘সে (জকোভিচ) এমন একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে কারণ তার কাছে সবধরনের অনুমতি ছিল। সে হয়তো বেশি আত্মবিশ্বাস দেখিয়েছে তবে জকোভিচই এখানে মূল দোষী নয়। সে ভেবেছে হয়তো সবকিছু ঠিকই আছে। এখানে তাকে দায়ী করা ঠিক হবে না।’

শুধু সোঙ্গাই নয় সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলিও পাশে দাঁড়িয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচের। কেননা জকোভিচ কোন আইন ভঙ্গ করেননি। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জকোভিচের টুর্নামেন্টের আগেই ২৫ হাজার দর্শক নিয়ে আয়োজিত হয়েছে ফুটবল ম্যাচ।

তাই এ টেনিস টুর্নামেন্টের কারণে জকোভিচকে দায় দেয়া উচিৎ নয় বলে মনে করেন বারতোলি। তিনি বলেছেন, ‘সবার কঠিন সময়ের মধ্যে জকোভিচ শুধু একটা টেনিস টুর্নামেন্ট আয়োজন করেছে। বেলগ্রেডে এটা করা তার জন্য খুবই স্পেশাল ছিল কারণ, এখানেই সে বড় হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এটা ভুলে গেলে চলবে না, কয়েকদিন আগে বেলগ্রেডে এক ফুটবল ম্যাচেও ২৫ হাজার দর্শক ছিল। যেটাকে সার্বিয়ান সরকারই অনুমতি দিয়েছে। জকোভিচও কোন আইন ভঙ্গ করেননি। তার উদ্দেশ্যও খুব ভাল ছিল এবং এ টুর্নামেন্টের জন্য কোন খেলোয়াড় কোন অর্থ নেননি।’

প্রজন্মনিউজ২৪/ফরিদ

 

এ সম্পর্কিত খবর

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টা

চুয়াডাঙ্গায় সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

বিশ্ব বই দিবসে নিজের কক্ষেই লাইব্রেরি গড়ে তুললেন রাবি শিক্ষার্থী আকরাম

বোরহানউদ্দিন উপজেলায় ভোটার স্মার্ট কার্ড বিতরণ

আধুনিক ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী হতে চান সোহেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ