প্রকাশিত: ০১ জুলাই, ২০২০ ০২:১৪:৫৪
রাজধানীর বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ ও বিদ্যুৎ, পানি, গ্যাস বিল অর্ধেক করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘মানবতার লড়াইয়ে আমরা এক কঠিন সময় পার করছি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লক্ষ লক্ষ পরিবার শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। এ মুহুর্তে বড় সমস্যা বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল বাড়ি ভাড়ার প্রায় অর্ধেকটাই চলে যায় এই সব বিলে।
বাড়ি ভাড়ার তিন ভাগের এক ভাগ কমিয়ে আর বিদ্যুৎ, পানি, গ্যাস বিল যদি অর্ধেক করা যায় তাহলে হয়তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার শহরে থাকতে পারবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমাদের আবেদন, যদি বাড়ি ভাড়া তিন ভাগের এক ভাগ কমিয়ে সেই সাথে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অর্ধেক কমানো যায় তাহলে হয়তবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণির পরিবারকে ইচ্ছার বিরুদ্ধে গ্রামে যেতে হবে না’।
প্রজন্মনিউজ২৪/মারুফ
শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ফের মারামারিতে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
নরসিংদীর আর কেউ ভূমি ও গৃহহীন নয়
জামিন পেলান সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা
ফকিরহাট মহিলা কলেজে নবাগত ছাত্রীদের অভ্যর্থনা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত
এত পানির মাঝেও ‘পানির কষ্ট মানুষের’
ডাকাতি প্রস্তুতির সময় আটক ছয় জন