সৌদির পর এবার আমিরাতেও খুলে দেয়া হচ্ছে মসজিদ

প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ০৩:৩৬:৪৭

সৌদির পর এবার আমিরাতেও খুলে দেয়া হচ্ছে মসজিদ

সৌদি আরবের পর মধ্যপ্রচ্যের আরেক দেশ আরব আমিরাতও মুসল্লিদের জন্য মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

১ জুলাই থেকে মসজিদের পাশাপাশি চার্চগুলো খুলে দেয়া হচ্ছে। তবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নামাজ ও উপাসনা করতে হবে। খবর আরব নিউজের। সব মসজিদ ও চার্চ একই সঙ্গে খুলছে না। প্রথম দফায় মাত্র ৩০ শতাংশ উপাসনালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে আমিরাত সরকার।

তবে, হাইওয়ে, শিল্পাঞ্চল, শ্রমিকদের নিবাস, বাণিজ্যিক কেন্দ্র ও পার্কে নামাজ পড়া যাবে না। মার্চ থেকে করোনার বিস্তার রোধে মসজিদসহ অন্য সব ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ করে দেয়া হয়। দেশটিতে এ পর্যন্ত ৩১৪ জন করোনায় মারা গেছেন।

প্রজন্মনিউজ২৪/ওসমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ