লঞ্চডুবির ঘটনায় হতবাক মুশফিক


করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই পুরো দেশকে আরেকটি ধাক্কা দিয়েছে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা। গতকাল সোমবার বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামক একটি লঞ্চ ডুবে ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এমন ঘটনায় শোকে আচ্ছন্ন পুরো দেশ।

এ ঘটনা হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদেরও। গতকালই শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার মুশফিকুর রহিমও জানালেন, এমন ঘটনায় হতবাক তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে লঞ্চ দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে নিরীহ মানুষের প্রাণ হারানোর সংবাদ পেয়ে হতবাক ও শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এখন পর্যন্ত বছরটি ভালো যাচ্ছে না।’

এর আগে শোক প্রকাশ করে সাকিব আল হাসান লিখেছিলেন, ‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোনো ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।'

নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করে সাকিব আরো লিখেছেন, 'পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দূর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা আর একটি যেন না হয় এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনাসহ সব সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।'

প্রজন্মনিউজ২৪/ওসমান