দুবাইয়ে আটকে থাকা ১৭১ জনকে ঘরে ফেরালেন দেব


করোনা ভাইরাসারে সংক্রমন শুরু হওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক ও সাংসদ দেব। লকডাউনে নেপাল রাশিয়াসহ বাইরে আটকে থাকা অনেক মানুষকে ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার দুবাইয়ে আটকে থাকা কিছু মানুষকে ফেরালেন দেশে।

রোববার একটি আন্তর্জাতিক বিমানে ১৭১ জন ভারতীয় দেশে ফিরছেন দুবাই থেকে। আর এই উদ্যোগ নিয়েছেন দেব। দুবাইয়ে আটকে পড়া দেশের মানুষকে ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্যের কাছে যে অনুমতি নেওয়ার প্রয়োজন, তার ব্যবস্থা করে দিয়েছেন দেব নিজেই।

জানা গেছে, দুবাই থেকে যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে কিছু লোকজন এমন রয়েছেন, যারা কাজ হারিয়েছেন, আবার কিছু বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। কিছু লোকজন দুবাইতে বেড়াতে গিয়ে কিংবা অসুস্থ আত্মীয়র সঙ্গে দেখা করতে গিয়ে আটকে পড়েছিলেন, তেমন মানুষও রয়েছেন। অস্ট্রেলিয়াতে আটকে আছেন আরও কিছু মানুষ। তাদেরকে ফিরিয়ে আনতেও সাধ্যমতো চেষ্টা করবেন বলে টুইটের উত্তরও দিয়েছেন দেব।

প্রসঙ্গত, এর আগে রাশিয়া থেকে ৭৭ জন পড়ুয়া ও নেপাল থেকে ১০০০ জনেরও বেশি শ্রমিককে দেশে ফিরিয়েছেন সাংসদ, অভিনেতা দেব।

প্রজন্মনিউজ২৪/ফরিদ