যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশী

প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ০৪:০৫:৪৬

যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশী

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ১০ হাজার ১৫১। এর মধ্যে মারা গেছে কমপক্ষে ১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন। ওই পরিসংখ্যান বলছে, শনিবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৫৯৭ জন। অপরদিকে মারা গেছে ৫শ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৭৭০। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জন। তবে ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৮১ হাজার ৪৯৪ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৩ লাখ ৮৭ হাজার ১২৪টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৫ হাজার ৮১৬ জন।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য।

প্রজন্মনিউজ২৪/ফরিদ

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ