৬৫৫ বস্তা গমসহ ৪ জন আটক

প্রকাশিত: ২৮ জুন, ২০২০ ১০:৫৬:৪১

৬৫৫ বস্তা গমসহ ৪ জন আটক

সাতক্ষীরায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের ৬৫৫ বস্তা গম পাচার করার সময় জব্দ করা হয়েছে। পাচারে জড়িত ৪ জনকে আটকও করা হয়েছে।

ডিবি পুলিশ গত শুক্রবার এ অভিযান পরিচালনা করে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ না করে বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা অভিমুখে নেওয়া হচ্ছিল।

এ সময় বাকাল এলাকা থেকে এক ট্রাক ও পৌঁছে যাওয়া পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাক গম জব্দ করা হয়। সরকারি এ গম ক্রয় করেন পাটকেলঘাটার মুকুন্দ ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিলের মালিক গোবিন্দ সাধু। আটককৃত গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা।

পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালীগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম, আবদুুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আবদুুল গনিকে আটক করেছে। এ ছাড়াও ২জন পালিয়ে গেছে। এ ঘটনায় দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের ইন্সপেক্টর নীল কমল পাল ও বিজন কুমার সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেছেন।

প্রজন্মনিউজ২৪/মারুফ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ