করোনায় প্রাণ হারিয়েছেন ১০৯৩ রেমিটেন্স যোদ্ধা


 

মরণঘাতি করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলে প্রবাসী বাংলাদেশিরাও। দেশের মতো প্রবাসেও মৃত্যু ছাড়িয়েছে হাজারের ওপরে। এখন পর্যন্ত  (শুক্রবার-১৯ জুন) ১ হাজার ৯৩ রেমিটেন্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি কূটনীতিক মিশন এবং প্রবাসী বাংলাদেশিরা এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুতে প্রথম দিকে যুক্তরাষ্ট্র আগে হলেও এখন আশঙ্কাজনক হারে বাড়ছে সৌদি আরবে। প্রবাসে এখন পর্যন্ত মৃত্যুতে সৌদি আরবই শীর্ষে। দেশটিতে মারা গেছেন ৩৫৫ বাংলাদেশি।

এছাড়া যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০, ইতালিতে ১৪, কাতারে ১৩ জন; কানাডা ও বাহরাইনে ৯ জন করে, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫ এবং মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।