চেয়ারম্যানসহ ইউনাইটেড হাসপাতালের ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪ জুন, ২০২০ ১২:৪৪:২২

চেয়ারম্যানসহ ইউনাইটেড হাসপাতালের ৬ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের অবহেলা জনিত কারণে আগুনের ঘটনা ঘটে। এমন অভিযোগে গুলশান থানায় হাসপাতালটির সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেছেন নিহতের এক স্বজন। বুধবার (৩ জুন) রাতে মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি ব্শ্চিত করেন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি জানান, মামলাটি করেছেন নিহত অ্যান্থনি ভের্নন পলের মেয়ের জামাই রোনাল্ড মিকি গোমেজ।

মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সেসময় কর্মরত ডাক্তার -নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তারাদের আসামি করা হয়েছে।

এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আগুনের পেছনে ইউনাইটেড হাসপাতালের অবহেলাকে দোষারপ করে 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগ এনে মামলাটি করা হয়।

উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে লাগা আগুনে নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। ঘটনার দিন রাতের ৫ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ