চীনের কোনও যাত্রী বিমান ঢুকতে দেবে না আমেরিকা!

প্রকাশিত: ০৪ জুন, ২০২০ ১২:৩৬:৩৮

চীনের কোনও যাত্রী বিমান ঢুকতে দেবে না আমেরিকা!

চীনের যাত্রী বিমানের ওপর নিষেধাজ্ঞা আনতে চিন্তা ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জুনের মাঝামাঝি থেকে এই বিমানগুলি ওড়ার কথা থাকলেও, আপাতত সেগুলিকে আমেরিকার মাটি ছুঁতে দিতে চাইছেন না ট্রাম্প৷ 

এইভাবে বেজিং-এর ওপর চাপ বাড়াতে চাইছেন তিনি৷ কারণ চীনে এখনও পর্যন্ত মার্কিন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে না৷ এব্যাপারে চীনা সরকার কিছুটা কড়া মনোভাব দেখাচ্ছে৷ তাই এবার সেই বদলা নিতে প্রস্তুত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর সামনে এসেছে৷

করোনা ভাইরাস অতিমারীকে কেন্দ্র করে আমেরিকা-চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এরই মধ্যে মার্কিন বিমান দেশে ঢোকা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বেজিং৷ তার ফল স্বরূপ এই চিন্তা ভাবনা মার্কিন প্রসাশনের, মত বিশেষজ্ঞদের৷

জুনের ১৬ তারিখ থেকেই এই নিয়ম লাগু হতে পারে আমেরিকায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তারা এমনটাই জানাচ্ছেন৷ 

এই মাস থেকে চীনে নিজেদের পরিষেবা চালু করার কথা রয়েছে আমেরিকার ডেলটা এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের৷ অন্যদিকে এই মহামারীর সময় আমেরিকা থেকে নিজেদের দেশে যাত্রী নিয়ে আসার কাজ চালু রেখেছিল চীনা বিমান সংস্থাগুলিও৷

এই অর্ডারটি এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্পোরেশন, চায়না সাউদার্ন এয়ারলায়েন্স এবং হায়নান এয়ারলাইন্স হোল্ডিং কো-য়ের জন্য প্রযোজ্য হতে চলেছে বলে সূত্রের খবর৷

হোয়াইট হাউজ বা ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ ওয়াশিংটনে চীনা দূতাবাসও এব্যাপারে মুখ খোলেনি৷

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ