দেশে ফিরেছেন মালয়েশিয়ার ১৪০ বাংলাদেশি


চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মালয়েশিয়ায় আটকা পড়া আরও ১৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 

বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইট ১৪০ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে প্রথম দফায় ১৬০ জন বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। এ নিয়ে দুই দফায় ৩০০ বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন।

বিমান বাংলাদেশের উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়া থেকে সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রুটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। 

প্রজন্ম নিউজ/ নুর