সিলেটে শ্রমিকদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর


সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ডে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমনকি গুলাগুলির ঘটনাও ঘটেছে। এছাড়াও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত শ্রমিকরা।

মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শ্রমিকরা। মিছিল শেষে শ্রমিকরা ফলিকের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মিতালী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ রিয়াদ জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় আড়াই কোটি টাকা ছিল। কিন্তু সেলিম আহমদ ফলিক মাত্র ৪১ লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি ২ কোটি টাকার হিসেব চাইলে তিনি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা তাকে প্রতিহিত করার ডাক দিয়েছেন।

এ ব্যাপারে সিলেট সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের সাথে যোগযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

প্রজন্ম নিউজ/ নুর