সিনেমা হল বন্ধ, ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা!

প্রকাশিত: ০২ জুন, ২০২০ ০৪:৫৪:৫৩

সিনেমা হল বন্ধ, ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা!

দুই মাস ধরে বন্ধ ঢাকাই নাটক-সিনেমার শুটিং৷ সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরুর চিন্তাভাবনা করা হলেও ভালো চলচ্চিত্র মুক্তি না পেলে এখনই খুলবে না সিনেমা হল৷

ফলে ঢাকাই চলচ্চিত্রের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাচ্ছে৷ কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে টানা সাধারণ ছুটি চলছে৷ এই সময়ে সব ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় শুটিং ও সিনেমা হল দুটোই বন্ধ হয়ে যায়৷ 

এ বছর সাধারণ ছুটির মধ্যে ঘরবন্দি অবস্থায় কেটেছে বাংলাদেশের বড় দুই উৎসব বাংলা নববর্ষ ও ঈদ৷ সাধারণত ঈদ ও নববর্ষের সময় বাংলাদেশে সিনেমা হলগুলোতে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পায়৷  এবার তা হয়নি৷ 

এই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা প্রায় ১৫টি চলচ্চিত্র আটকে গেছে৷ সেইসঙ্গে সিনেমা হল বন্ধ থাকায় এই খাতে ক্ষতির পরিমাণ ‘তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকা’ বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু৷ 

আন্তর্জাতিক গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘ছুটি আর না বাড়ানোয় ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সব খুলে যাচ্ছে৷ তবে আমরা শুটিং শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি৷ জুনের ১ বা ২ তারিখে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো৷ শুটিং আর কতকাল বন্ধ রাখবো৷ শুটিং তো শুরু করতেই হবে৷

চলচ্চিত্রে অনেক শিল্পী-কলাকুশলী দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন৷ দুই মাসের বেশি সময় ধরে শুটিং বন্ধ থাকায় তাদের অনেকে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন৷ লোকসানের মুখে ধুঁকতে থাকা বিএফডিসি-এর কর্মীদেরও দুই মাস ধরে বেতন বন্ধ ছিল৷ 

পরে অর্থ মন্ত্রণালয় থেকে ‘অনুদান’ হিসেবে পাওয়া ৬ কোটি টাকা থেকে ২৬১ কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়৷

খসরু আরও বলেন, লকডাউনে সিনেমা হল মালিকরাও বড় ক্ষতির মুখে পড়েছেন৷ আয় না থাকায় আটকে গেছে কর্মচারীদের বেতন৷ হল মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷ 

প্রজন্ম নিউজ/ নুর

এ সম্পর্কিত খবর

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টা

বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’র অনুমতি দেয়নি ঢাবি প্রশাসন

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

ফরিদপুরে দুই শ্রমিক হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে: জাতিসংঘ

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ