৩ শর্তে রাশেদুল চিশতীর জামিন বহাল

প্রকাশিত: ০২ জুন, ২০২০ ০৪:৪৬:০৩

৩ শর্তে রাশেদুল চিশতীর জামিন বহাল

ফারমার্স ব্যাংকে অর্থ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক পরিচালক রাশেদুল হক চিশতীকে নিম্ন আদালতের দেয়া জামিন শর্তসাপেক্ষে বহাল রেখেছেন হাইকোর্ট। 

শর্তগুলো হলো- জাতিন নিয়ে তিনি বিদেশ যেতে পারবেন না, পদ্মা ব্যাংকে ঢুকতে পারবেন না এবং তদন্তকাজে কোনও প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না। 

মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এদিন আদলতে রাশেদুল চিশতীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন 
আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও কবির শাহরিয়ার বিপ্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুট অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান।

শুনানি শেষে রশিদ আলম খান বলেন, ‘শর্তসাপেক্ষে আদালত রাশেদুল হকের বিরুদ্ধে অর্থপাচার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ তিনটি মামলায় জামিন বহাল রেখেছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারামুক্তি পাচ্ছেন না।’

এর আগে গত ২০ মে ১৫৯ কোটি টাকা আত্মসাতের মামলায় রাশেদুল হক চিশতীকে দেয়া জামিন নিয়মিত বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন হাইকোর্ট।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ