আসামে প্রবল ভূমিধস, নিহত ২০


ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আসামের বারাক নদী উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। 

ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

প্রজন্ম নিউজ/ নুর