ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ৬৩ জনের করোনা শনাক্ত


করোনাভাইরাস। ময়মনসিংহ জেলায় একদিনে সর্বোচ্চ ৬৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঈদের পরের পাঁচ দিনে ১৬৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। সোমবার রাতে এ তথ্য জানায় জেলার সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে গতকাল সোমবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬৪ জন।

একদিনে ময়মনসিংহ জেলায় এটি সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড। এর আগে একদিনে ৫২ জন শনাক্ত হয়েছিল। নতুন শনাক্তদের মধ্যে ময়মনসিংহ সদরে ৩৬ জন, ঈশ্বরগঞ্জে ৫ জন, ত্রিশালে ৫ জন, নান্দাইলে ৪ জন আছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও ১৩ জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, ঈদের সময় মানুষের আসা–যাওয়ার প্রভাবে বড় সংক্রমণ হয়ে থাকতে পারে। এ ছাড়া লকডাউন সঠিকভাবে পালন না করায় অনেকে সংক্রমিত হতে পারেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, জেলায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে সদর উপজেলায়। এখানে ৩০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৭৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এ ছাড়া ভালুকায় ৪৭ জন, গফরগাঁও উপজেলায় ৩১ জন, ঈশ্বরগঞ্জে ৩৪ জন, ধোবাউড়ায় ৩১ জন, ফুলপুরে ২৫ জন, মুক্তাগাছায় ১৪ জন, ফুলবাড়িয়ায় ১৩ জনসহ জেলার ১৩ উপজেলাতেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় কোভিড–১৯ রোগীদের মধ্যে ১৮৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন।

projonmonews24/maruf