বৃহস্পতিবার আসছে নকিয়ার ৪৩ ইঞ্চি স্মার্টটিভি


স্মার্টটেলিভিশন আনছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আগামী বৃহস্পতিবার ভারতের বাজারে নকিয়ার এই স্মার্টটেলিভিশন আনছে প্রতিষ্ঠানটি।

শুরুতে ৪৩ ও ৫৫ ইঞ্চির টিভি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি। নতুন টিভিতে থাকবে ৪৩ ইঞ্চি ডিসপ্লে ও জেবিএল স্পিকার।

ভারতে নকিয়ার সব স্মার্ট টিভি শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

অ্যান্ড্রয়েড ৯ পাই টিভি অপারেটিং সিস্টেমে টেলিভিশনটি চলবে। থাকছে ফুলএইচডি ডিসপ্লে। আগের ৫৫ ইঞ্চির মডেলটিতে ফোরকে ডিসপ্লে ছিলো, সাথে ছিলো ১৬ গিগাবাইট স্টোরেজ। তবে এখন পর্যন্ত নতুন টেলিভিশনটির স্টোরেজ সম্পর্কে জানা যায়নি।

এতে নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাস হটস্টার এবং প্রাইম ভিডিও অ্যাপ সুবিধা থাকছে। সাথে থাকবে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি। এছাড়া থাকবে জেবিএল অডিও এবং ডলবি ভিশন সুবিধা।

তবে ৪৩ ইঞ্চি স্মার্ট টিভির সঙ্গেই একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চের পরিকল্পনা করছে ফিনল্যান্ডের কোম্পানিটি। এই টিভিতে থাকবে বিল্ট ইন ক্রোম কাস্ট। এছাড়াও এই টিভিতে এইচডিআর ১০ প্লাস সার্টিফায়েড ডিসপ্লে থাকছে।

প্রজন্ম নিউজ/ নুর