গ্রীসে ১৫ জুন থেকে পুনরায় পর্যটন মৌসুম শুরু


করোনাভাইরাস লকডাউনের পরে অর্থনীতি জোরদারের প্রধান খাত হিসেবে গ্রীস ১৫ জুন থেকে পুনরায় পর্যটন মৌসুম শুরু করবে উল্লেখ করে গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিসোটাকিস বুধবার বলেছেন, ১ জুলাই পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।

দুই মাসের বেশি সময় ধরে চলমান কোভিড-১৯ মহামারিতে ১৭০ জনের কম লোকের মৃত্যু হয়েছে উল্লেখ করে মিসোটাকিস বলেন, “করোনা মোকাবেলায় এই সাফল্য -সুরক্ষা, বিশ্বাসযোগ্যতা ও সুস্বাস্থ্যের পাসপোর্ট হিসেবে পর্যটকদের আকৃষ্ট করবে।”

তিনি বলেন, করোনার সংক্রমণ থেকে স্বাস্থ্য সুরক্ষায় আমরা যেভাবে সফল হয়েছি, অর্থনৈতিক লড়াইয়েও আমরা এভাবে সফল হবো। পর্যটক আকর্ষণের জন্য সকল পরিবহনে আগামী ৫ মাসের জন্য কর বর্তমান ২৪ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

প্রজন্ম নিউজ/ নুর