ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির হুঁশিয়ারি


শর্ত পূরণ করতে না পারলে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে অন্য দেশে স্থানান্তরিত করার হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন এ খবর জানিয়েছে।

ইএসপিএন জানিয়েছে, ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিল তার পুনরাবৃত্তি চায় না সংস্থাটি। সেবার ভারত সরকারকে আসর আয়োজনের জন্য প্রায় ৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকা) কর দিতে হয়েছিল আইসিসিকে। এবার সেই কর থেকে অব্যাহতির নিশ্চয়তা পেলে বা বিসিসিআইয়ের পক্ষ থেকে তা পরিশোধ করলে এ আয়োজন ভারতে করতে অসুবিধা নেই বলে জানিয়েছিল আইসিসি।

এ বিষয়ে ভারতীয় বোর্ডকে আইসিসির স্পষ্ট বক্তব্য, কর অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মে মাসের মধ্যেই তা জানাতে হবে। তা না করলে বিশ্বকাপের আয়োজক স্বত্ব ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশকে দেয়ার এখতিয়ার রাখে আইসিসি।কিন্তু মে মাস প্রায় শেষ হতে চললেও আইসিসির সেই হুঁশিয়ারির চূড়ান্ত জবাব আসেনি বিসিসিআইয়ের পক্ষ থেকে।

প্রজন্ম নিউজ /নুর