মান্নাকে ডেকে একসঙ্গে বসলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২৭ মে, ২০২০ ০৩:৪১:৫৫

মান্নাকে ডেকে একসঙ্গে বসলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

মঙ্গলবার রাতে গুলমানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় মান্নাকে ডেকে তার সঙ্গে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মান্না বলেন, ‘মুক্তি পাওয়ার পর বেগম জিয়ার সঙ্গে আমি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলাম। তখন তিনি কারও সঙ্গেই দেখা করেননি। ঈদের দিন কিংবা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ উনি আমাকে ডেকে সময় দিয়েছেন।’

সাক্ষাত প্রসঙ্গে মান্না বলেন, ‘ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম দেখা করতে। তিনি অসুস্থ। কিন্তু চেহারায় তাকে ফ্রেশ লেগেছে। তবে অসুস্থতা আগের মতোই আছে। তাঁর বাম হাত বেঁকে গেছে, তুলতে পারেন না। ডান হাতেও ব্যথা। তবে তার মনোবল আগের মতোই অটুট আছে।’

প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাত শেষে রাত ৯টার দিকে ফিরোজার বাসা থেকে বের হয়ে আসেন মান্না। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তিনি একাই গিয়েছিলেন।

সাক্ষাতকালে কী কথা হয়েছে- এমন প্রশ্নে মান্না বলেন, ‘বেগম জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। জিজ্ঞেস করেছি- আপনি কেমন আছেন? তিনি জানালেন, ঈদের দিন জাউ ছাড়া কিছু খেতে পারেননি। আজ (মঙ্গলবার) একটু সেমাই খেয়েছেন।’

শর্তসাপেক্ষে সরকারের দেয়া ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ২৫ মার্চ মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই তিনি গুলশানে ফিরোজার বাসায় আছেন।

প্রজন্ম নিউজ/ নুর

এ সম্পর্কিত খবর

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

মালদ্বীপে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়লো

ফরিদপুরে ২৬ শে মার্চ উপলক্ষে বর্ণিল আয়োজনে উদযাপিত হয় মহান স্বাধীনতা দিবস

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২৬ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনায় বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্বাধীনতার ঘোষনার পাঠক কখনো ঘোষক হতে পারে না: সেতুমন্ত্রী

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ সদস্য হাসপাতালে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ