বিএনপি সরকারের এমপি এম এ মতিন আর নেই

প্রকাশিত: ২৬ মে, ২০২০ ০৬:০৯:৩৫

বিএনপি সরকারের এমপি এম এ মতিন আর নেই

বিএনপির সাবেক সংসদ সদস্য (চাঁদপুর-৫- হাজীগঞ্জ-শাহরাস্তি) ও দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এম এ মতিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের প্রয়াত জুনাব আলী মুন্সীর ছেলে। এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বার্ধক্যজনিত কারণে দুমাস ধরে অসুস্থ থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাছে মতিন স্যার হিসেবে খ্যাত এম এ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে ৪ বার প্রতিনিধিত্ব করেছেন।

রাজনৈতিক জীবনে এম এ মতিন উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে শিক্ষকতা করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত।

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ