দেখা হচ্ছে না খালেদা জিয়ার সঙ্গে, ‘মন খারাপ’ ফখরুলের

প্রকাশিত: ২৫ মে, ২০২০ ১১:২৭:১৭

গেল দুই বছর কারাগারেই ঈদ করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ফলে কোনও ঈদে দলের নেতারা নেত্রীর সঙ্গে কারাগারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন, আবার কোনোবার হয়তো কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দেখা করা সম্ভব হয়নি।   

সবশেষ গেল বছর কোরবানির ঈদে বেগম জিয়া কারাবন্দি থাকায় কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দলীয় নেত্রীর সঙ্গে দেখা হয়নি শীর্ষ নেতাদের। কিন্তু এবছর বেগম জিয়া গুলশানের বাসাতেই ঈদ করছেন। কিন্তু তারপরও বর্তমান করোনা পরিস্থিতিতে নেত্রীর সঙ্গে ঈদের দিন দেখা হচ্ছে না, হচ্ছে না শুভেচ্ছা বিনিময়ও। আর সেজন্য নিজের মন খারাপের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চলমান করোনা পরিস্থিতিতে দেশবাসীকে আবেগঘন ঈদ শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একটু মন খারাপ, এই অসুখটার জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা হবে না। যদিও তিনি এখন বাসায় আছেন। গতবারও দেখা হয়নি কারণ তিনি কারাগারে বন্দি ছিলেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারদিকে আতঙ্ক, ভয়, সামাজিক দূরত্ব, অভাব অনটন। তারপরে দক্ষিণে আম্পানের তাণ্ডবের মাঝে আবার ঈদ। এবার রোজা, ঈদ সবই অন্যরকম, আগে আমরা এ ধরনের ঈদের কোনো ধারণা পাইনি। তবুও ঈদ ঈদই, সবার সঙ্গে হয়তো নামাজ পড়া হবে না, বন্ধু, স্বজন, পরিজনের বাসায় যাওয়া হবে না, ঈদের সেমাই খাওয়া হবে না। তারপরও ঈদ।’

তিনি বলেন, ‘বন্ধু-আত্মীয়দের বাসায় হয়তো বেড়তে যাওয়া হবে না। কিন্তু তাতে কি? মনের যে কোণটাতে প্রিয়জনের বাস সেখানে তো কোনো লকডাউন নেই। আমার নাতির সঙ্গে কোলাকুলি করা হবে না, দেখা হয়তো হবে আশা করছি। কারণ, আমি এখন চুপ করা শিখে গেছি, আপনারাও।’

বিএনপি মহাসচিব সুদিনের প্রত্যাশা ব্যক্ত করে ভিডিও বার্তায় বলেন, ‘জীবনে খারাপ দিন আসে, আবার সেটা কেটেও যায়, কিন্তু সাহস হারালে চলবে না। এই অসুখকে হারিয়ে দিতে হবে, জীবনে নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার জন্ম দিবে। এরই নাম পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে ইনশাল্লাহ।’

প্রজন্ম নিউজ/নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ