কারাগারে ঈদের জামাত হচ্ছে না

প্রকাশিত: ২৫ মে, ২০২০ ১১:১৪:০৫

কারাগারে ঈদের জামাত হচ্ছে না

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর দেশের কোনও কারাগারের ভেতরই উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। তবে কোনও কারাবন্দি চাইলে নিজ সেলে ঈদের জামাত আদায় করতে পারবেন। কিন্তু ঈদের দিন স্বজনদের দেয়া খাবার সরবরাহ ও সাক্ষাৎ বন্ধ থাকবে। 

এদিন কারাগারের বাইরে কারা মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কারারক্ষী ও স্টাফরা ঈদের জামাত আদায় করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে একঘণ্টা ব্যবধানে একাধিক জামাত অনুষ্ঠিত হতে পারে। কারা অধিদফতর থেকে কোলাকুলি ও হ্যান্ডশেক না করার নির্দেশনাও দেয়া হয়েছে।

কারা অধিদফতরের মুখপাত্র ও এআইজি প্রিজন্স মোহাম্মদ মনজুর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আমাদের ঈদের জামাত সাধারণত কারাগারের ভেতরে খোলা জায়গায় এবং বাইরে কারা মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়। বাইরে কারারক্ষী এবং স্টাফদের জন্য ঈদের জামাত হয়। আর ভেতরে বন্দিদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত হয়।’

এআইজি প্রিজন্স আরও বলেন, ‘বাইরের কারা মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে। প্রয়োজনে এক ঘণ্টার ব্যবধানে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। আর ভেতরের বন্দিদের যে জামাতটা খোলা জায়গায় অনুষ্ঠিত হয়, সেটা এবার হবে না। বন্দিরা নিজেদের সেলের মধ্যেই নিজেরা ঈদের নামাজ পড়ে নেবেন। ঈদের জামাত শেষে কোলাকুলি ও হ্যান্ডশেক না করার নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ