ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও

প্রকাশিত: ২৪ মে, ২০২০ ১১:০৭:৫৭

ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও

ঈদকে কেন্দ্র করে তারকা ও ভক্তদের অন্যরকম এক উন্মাদনা থাকে। কিন্তু সবার জীবনেই করোনা কালের এই ঈদ নিয়ে এসেছে বিচিত্র এক অভিজ্ঞতা। যে সময়ে আনন্দের থেকে নিরাপদে বেঁচে থাকাই একমাত্র কথা। 

অস্থির এই সময়ে কেমন কাটবে এবারের ঈদ, তাই নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান।

জয়া আহসান বলেন, ঈদ নিজেদের মতো করে ঘরে থেকেই উদ্‌যাপন করা উচিত বলে মনে করি। সৃষ্টিকর্তার কাছে মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা, যেন করোনা থেকে মুক্তি পাই। ঈদে সবাই বাড়িতে বসে টেলিভিশনে কিংবা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে কনটেন্ট দেখে সময় কাটাতে পারি। 

তিনি আরও বলেন, করোনায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এবার ঈদে না হয় নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদ্‌যাপন করি। নতুন জামা কেনার জন্য সবাই অস্থির! ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও। মাসব্যাপী আমরা যে সংযমী হলাম, তা যেন ঈদের পরেও বহাল থাকে। যদি এ যাত্রায় সংযত হই, নিশ্চয়ই সামনের ঈদ ভালোভাবে করতে।

প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ