নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হামাস

প্রকাশিত: ২৩ মে, ২০২০ ০৯:০১:৩১

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হামাস

বিশ্ব কুদস দিবস উপলক্ষে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (২২ মে) বিশ্ব কুদস দিবস উপলক্ষে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।গাজা থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর মাধ্যমে হামাস ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় নিজেদের সামরিক প্রস্তুতির বার্তাও দিতে চেয়েছে।

এদিকে, হামাসের মুখপাত্র হাজেম কাসেম ফিলিস্তিনিদেরকে সব ধরণের বিভেদ ভুলে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, গোটা মুসলিম উম্মাহর মধ্যে প্রতিরোধ আন্দোলন বিস্তৃত করতে হবে, কারণ ইহুদিবাদ বিশ্বের সব মুসলমানকে টার্গেট করেছে।

প্রজন্ম নিউজ /নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ