খুলনায় স্বপ্নছায়ার ১৩০ পরিবারকে ঈদ উপহার বিতরণ


খায়রুলক বাশার, জেলা প্রতিনিধি, খুলনা: করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি কর্মহীন মানুষদের জন্য আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নিম্নবিও ও মধ্যবিও মানুষের মাঝে শুক্রবার রাত ৮:০০ টায় নগরীর ১ ও ৩ নং ওয়ার্ড এবং আড়ংঘাটা এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, একটি মুরগী, এক কেজি পোলাও চাল, পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পিয়াজ, দুই কেজি আলু, দুই রকম সেমাই,মশলা এবং দুধ।

এছাড়াও স্বপ্নছায়ার উদ‍্যোগে, নরসিংদীতে ১২০, বগুড়ায় ৫০ এবং নাটোরে ১৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় খুলনা শাখার পরিচালক,মো:মাসুম বিল্লাহ পলাশ বলেন,

স্বপ্নছায়ার খুলনা শাখার উদ্যোগে, আমরা ১৩০ টি পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।করোনার কারনে এবারের ঈদ হবে অন্যরকম।তবে যেমনই হোক আমরা সবাই একসাথেই ঈদ করবো।ঈদের সময়টাতে কোন পরিবার যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় সেলক্ষ্যেই আমাদের এই আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন,খুলনা শাখার পরিচালক,মো:মাসুম বিল্লাহ পলাশ,মুস্তাক আহমেদ তুহিন,জান্নাতুন নাঈম,ওবায়দুর সেতু,আসমাউল হোসাইন,অভিজিৎ সরকার,মো:মনিরুল ইসলাম,মারুফ হোসাইন, নিরব হোসাইন,রাহাত আহমেদ মুন,আশরাফুল ইসলাম সজল,খাইরুল বাশার,আল-আমিন হোসাইন,আবীর হোসাইন,মো:সাবেদ প্রমুখ।

প্রজন্ম নিউজ/নুর/বাশার