ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬০৮৮, মৃত্যু ১৪৮

প্রকাশিত: ২২ মে, ২০২০ ০৩:০১:৫৩

ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬০৮৮, মৃত্যু ১৪৮
ভারতে গত ২৪ ঘণ্টার ৬ হাজার ৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে এ রোগে মারা গেছেন ১৪৮ জন।

শুক্রবার (২২ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার। তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৫৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৩৪ জন।

দেশটিতে কোভিড-১৯ রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৪০ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত এ হার ছিল ৪০ দশমিক ৩১ শতাংশ।

সবচেয়ে বেশি রোগী রয়েছে মহারাষ্ট্রে। সংকট মোকাবিলায় রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর ৮০ শতাংশ শয্যার নিয়ন্ত্রণ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

রাজ্যটিতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৫৪ জন।
 
প্রজন্ম নিউজ/ নুর

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ