ভ্যাকসিন কী, কীভাবে তৈরি হয়?


বিশ্বকে গ্রাস করা করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গবেষকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন একটি ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের। কিন্তু এখনও কেউ শতভাগ সফল হয়নি।

ভ্যাকসিন কী?
টিকা বা ভ্যাকসিন হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের দেহের ভেতরকার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শিখিয়ে দেয় - কীভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। গত ১০০ বছরে রোগ প্রতিষেধক টিকার কারণে কোটি কোটি মানুষের জীবনরক্ষা করা সম্ভব হয়েছে।

টিকা কাজ করে কীভাবে?
রোগ প্রতিষেধক টিকা বা ইনজেকশনের মাধ্যমে রোগের দুর্বল কিংবা মৃত ব্যাকটেরিয়া রোগীর দেহে ঢোকানো হয়।

টিকা বা ভ্যাকসিনের সাফল্য কোথায়?
গত এক শতাব্দীতে টিকা ব্যবহারের ফলে প্রাণহানির সংখ্যা অনেক কমেছে। ১৯৬০'র দশক থেকে হামের টিকা ব্যবহার শুরু হয়। কিন্তু তার আগে এই রোগে প্রতি বছর ২৬ লক্ষ লোক প্রাণ হারাতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হামের টিকা ব্যবহারে মৃত্যুর সংখ্যা ৮০% কমে আসে।

প্রজন্ম নিউজ/ নুর